সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন ইস্যুতে মতামত দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী শবনম ফারিয়া এবার তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সমর্থন নেই। একই সাথে, তিনি তাকে রাজনৈতিক কোনো বিষয়ে জোর করে না জড়াতে অনুরোধ জানিয়েছেন।
শবনম ফারিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, "জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়... বিশেষ করে, জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা।" তিনি বলেন, তার ফেসবুক পাবলিক হওয়ায় সেখানে যে কেউ মন্তব্য করতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে সেটি তার রাজনৈতিক আদর্শের প্রতিফলন।
একজন সমাজকর্মী হিসেবে নিজেকে দেখতে চান শবনম
এই অভিনেত্রী নিজেকে একজন সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে চান এবং রাজনীতির বাইরে থেকেই সমাজের ইতিবাচক পরিবর্তনে অংশ নিতে চান। তিনি বলেন, "আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার 'মঞ্চ' না।" তিনি আরও বলেন, ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই তার নীতিতে পড়ে।
ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন উল্লেখ করে তিনি বলেন, "অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনোই ছিল না।" তিনি সবাইকে অহেতুক বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভ্যাস ত্যাগ করার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, "দয়া করে অন্য কাউকে অহেতুক বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভ্যাস ত্যাগ করুন। না হলে এমন এক অবস্থায় পড়বেন, যেখানে হেলিকপ্টার, ট্যাংক বা এমনকি বুড়িগঙ্গার ময়লা পানিতে ডুব দিয়েও পালাতে পারবেন না!"