স্কারলেট জোহানসন চার বছর আগে মার্ভেল দুনিয়া থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তিনি পা বাড়াচ্ছেন ডিসি ইউনিভার্সের গথাম সিটিতে। নেক্সাস পয়েন্ট নিউজ বলছে, ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-তে অভিনয় নিয়ে জোহানসন এখন চূড়ান্ত আলোচনায় আছেন।

চুক্তি পাকা হলে ২০২১ সালের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েলে এটি হবে বড় ধরনের চমক। নির্মাতারা আগামী বছর থেকেই শুটিং শুরু করতে চান। তার আগে স্কারলেট ব্যস্ত থাকবেন ‘দ্য এক্সরসিস্ট’ ছবির কাজে, যার জন্য তিনি গত সপ্তাহেই সই করেছেন।

স্কারলেট জোহানসনকে হলিউডের সবচেয়ে প্রভাবশালী ও লাভজনক তারকাদের একজন ধরা হয়। এমসিইউতে ব্ল্যাক উইডো চরিত্রে তাঁর জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। এ বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছে তাঁর ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’। পাশাপাশি ‘এলিনর দ্য গ্রেট’ দিয়ে পরিচালনায়ও নাম লিখিয়েছেন তিনি।

অবশ্য ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-এর পথটা সহজ ছিল না। ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে সিক্যুয়েল ঘোষণা দিলেও মুক্তির তারিখ কয়েক দফা পিছিয়েছে। ২০২৫ থেকে ২০২৬, আর এখন শেষ পর্যন্ত ঠিক হয়েছে ২০২৭ সালের ১ অক্টোবর।

রবার্ট প্যাটিনসন ফিরছেন ব্যাটম্যান বা ব্রুস ওন হিসেবে। ম্যাট রিভস পরিচালনার পাশাপাশি ম্যাটসন টমলিনকে সঙ্গে নিয়ে লিখছেন চিত্রনাট্য। আগের কিস্তির মতো কলিন ফ্যারেল, জোয়ে ক্রাভিটজ, পল ডানো, অ্যান্ডি সার্কিস ও ব্যারি কিওগানও থাকছেন ফ্র্যাঞ্চাইজিতে। ২০২২ সালের ‘দ্য ব্যাটম্যান’ বিশ্বজুড়ে ৭৭০.৩ মিলিয়ন ডলার আয় করেছিল।