গেল শীতে প্রেম ছিল জমজমাট, আর এবার এসে দাঁড়িয়েছে একেবারে সিঙ্গেল মুডে, এমনটাই ইঙ্গিত দিলেন টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। কথা বললেন হালকা রসিকতায়, কিন্তু তার আক্ষেপটা বেশ স্পষ্ট।
নিখিল জৈনের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন সৌরসেনী। সেই পরিচয় থেকেই সম্পর্কের শুরু, পরে দুজনই সেটাকে স্বীকারও করেছিলেন। কিন্তু এবার তার মন্তব্যে যেন অন্য সুর।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীতের প্রসঙ্গ তুলতেই বললেন,
"এবার একটা জিনিস খুব মিস করব। আগের মতো প্রেমিকের হুডি চুরি করতে পারব না। এবার নিজেকেই একটা হুডি কিনে নিতে হবে।"
এই এক কথাতেই গড়াগড়ি খাচ্ছে কৌতূহল, তাহলে কি সত্যিই সৌরসেনী আর নিখিলের পথ আলাদা হয়ে গেছে? কেউই এখনো মুখ খোলেননি।
নিখিল জৈনের নাম এলে অবশ্যই উঠে আসে নুসরাত জাহানের প্রসঙ্গ। নুসরাতের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই সৌরসেনীর সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছিল।
সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে রহস্য বাড়লেও, ক্যারিয়ারে এখন আনন্দে আছেন সৌরসেনী। হিন্দি সিরিজের পর এবার মনীষ মালহোত্রার প্রযোজনায় বলিউডে সিনেমার যাত্রা শুরু করেছেন তিনি। টিসকা চোপড়া পরিচালিত শালি মোহাব্বত–এ আছেন একটি বিশেষ চরিত্রে। রাধিকা আপ্তে থেকে অনুরাগ কাশ্যপ, দারুণ একটি টিমের সঙ্গে কাজ করেছেন তিনি।
ব্যক্তিগত দিকটা যতই ধোঁয়াশায় থাকুক, পেশাগত দিকের এই উজ্জ্বল অধ্যায়ে এখন বেশ খুশিই সৌরসেনী।