ভারতের হায়দরাবাদে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কয়েক দিন আগেই অভিনেত্রী নিধি আগারওয়ালকে ঘিরে একই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার রেশ কাটতে না কাটতেই এবার সামান্থার সঙ্গে এমন ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই অনুষ্ঠানের আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
জানা গেছে, গত রোববার (২১ ডিসেম্বর) হায়দরাবাদের একটি শাড়ির শোরুম উদ্বোধনে অংশ নিয়েছিলেন সামান্থা। পরনে কালো ও রূপালি জরির শাড়িতে বরাবরের মতোই দীপ্তিময় দেখাচ্ছিল তাকে। অভিনেত্রী নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং সব কাজ শেষ করেন। তবে বিপত্তি ঘটে অনুষ্ঠান শেষে যখন তিনি মঞ্চ থেকে নেমে নিজের গাড়ির দিকে এগোতে থাকেন। হঠাৎ করেই উৎসুক জনতার বিশাল ভিড় তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে, নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেও সেই উন্মত্ত জনতাকে সামাল দিতে হিমশিম খান।
ভিড়ের চাপে এক পর্যায়ে সামান্থার পক্ষে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। চারপাশে অসংখ্য মানুষের ঠেলাঠেলিতে সেখানে এক দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এমন প্রতিকূল অবস্থায়ও মেজাজ হারাননি তিনি। বরং মুখে এক চিলতে হাসি ধরে রেখেই নিরাপত্তারক্ষীদের সহায়তায় কোনোমতে সেই ভিড় কাটিয়ে গাড়িতে উঠতে সক্ষম হন তিনি।
এর মাত্র কয়েক দিন আগে ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চ অনুষ্ঠানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নিধি আগারওয়াল। কয়েক শ মানুষ তাকে ঘিরে ধরায় এবং অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই সামান্থার সঙ্গে ঘটা এই ঘটনাটি বিনোদন অঙ্গনে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছেন, তারকাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার পর তাদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা আয়োজকদের নৈতিক দায়িত্ব। বারবার এমন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়া কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন তারা।