প্রেমের ফিসফাসের মধ্যেই একেবারে চুপিচুপি বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আর নির্মাতা রাজ নিদিমোরু। সোমবার সকালে ইশা যোগা সেন্টারের লিঙ্গভৈরবী মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ছবি অনলাইনে উঠতেই যেন আগুনে ঘি, মুহূর্তে ভাইরাল। আলোচনার কেন্দ্রবিন্দুতে নববধূর হাতে জ্বলজ্বল করা সেই হীরার আংটি, যার দাম নাকি প্রায় দুই কোটি টাকা।

আংটির বিশেষত্ব
সেলিব্রিটি জুয়েলারি বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল জানান, সামান্থার আংটিতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত বিরল ‘লজেন্স কাট’ হীরা। সাধারণ লজেন্স কাটে যেখানে ধাপ থাকে, এইটিতে ছিল পুরোপুরি মসৃণ ফিনিশ। এতে আংটির চরিত্রই বদলে গেছে। ডিজাইনে মাঝখানে রয়েছে একটি ২ ক্যারেটের হীরা আর চারপাশে আটটি পোর্ট্রেট কাট হীরা, যেগুলো পাপড়ির মতো ঘিরে রেখেছে কেন্দ্রটিকে। দেখতে সরল হলেও এমন পোর্ট্রেট কাট হীরা কাটা আর সেট করা দুনিয়ার হাতে গোনা কয়েকজন কারিগরই পারেন।

রহস্যময় ডিজাইনার
হিন্দুস্তান টাইমস জানায়, এই ভিন্টেজ আংটির নকশা করেছেন গ্রিসের এথেন্সভিত্তিক জুয়েলার থিওডোরোস স্যাভোপোলোস। আন্তর্জাতিক খ্যাতি থাকলেও তিনি প্রায় প্রচারের বাইরে থাকেন, আর বছরে মাত্র অল্প কিছু হাতে তৈরি গয়না তৈরি করেন।

পোর্ট্রেট কাটের ঐতিহ্য
পোর্ট্রেট কাটের শিকড় আছে মোগল আমলে। শাহজাহানের সময়ে ছোট প্রতিকৃতি রক্ষা আর সৌন্দর্য বাড়াতে পাতলা হীরা ব্যবহার করা হতো। সেখান থেকেই এই কাটের নাম, পোর্ট্রেট কাট।

সামান্থার বিয়ের শাড়ি
আংটির মতোই নজর কাড়ে সামান্থার শাড়ি। হাতে বোনা লাল কাতান সাটিন সিল্কের বেনারসি, বানাতে একজন কারিগরের লেগেছে দুই থেকে তিন সপ্তাহ। স্টাইলিং করেছেন পল্লবী সিং ও সেলভি।

পরিচয়ের গল্প
‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর সেটে প্রথম দেখা সামান্থা আর রাজের। সাফল্যের পর ‘সিটাডেল: হানি বানি’তে আবার একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক পেশাদার সীমা পেরিয়ে ব্যক্তিগত হয়ে ওঠে।