‘যে ঝামেলা পাকাচ্ছে, সে আবার শান্তিতে পুরস্কার চাইছে’, ট্রাম্পকে কটাক্ষ সালমানের!

বলিউড সুপারস্টার সালমান খান তার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো 'বিগ বস'-এর ১৯তম সিজনে প্রতিযোগী ফারহানা ভাটের উপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন।

'বিগ বস'-এর 'উইকেন্ড কা ভার' পর্বে প্রতিযোগী ফারহানা নিজেকে 'শান্তি কর্মী' বলে পরিচয় দিলেও তার ঝগড়াটে স্বভাবের কারণে সালমান তাকে তিরস্কার করেন। এই সময় সালমান বলেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে!”

নেটিজেনদের উচ্ছ্বাস

সালমানের মন্তব্যে তিনি সরাসরি ট্রাম্পের নাম না বললেও, দর্শক ও নেটিজেনরা মুহূর্তেই বুঝতে পারেন যে তিনি কাকে ইঙ্গিত করেছেন। কারণ গত কয়েক মাস ধরে ট্রাম্প একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করছেন এবং তার সমর্থকেরা তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য দাবি তুলেছেন।

এই পর্বটি সম্প্রচারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্লিপটি ভাইরাল হয়ে যায়। একজন নেটিজেন মজা করে লিখেছেন, "সালমান আসলেই নিউজ দেখে নাকি!" অন্য একজন মন্তব্য করেছেন, "ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।"

অন্যান্য বিতর্ক ও ব্যস্ততা

'বিগ বস ১৯'-এর এবারের সিজন শুরু থেকেই দারুণ ভিউয়ারশিপ পাচ্ছে। শো-তে অলস আচরণের জন্য সালমান সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিককেও সরাসরি কটাক্ষ করেছেন।

রিয়েলিটি শো-এর পাশাপাশি সালমান খান তার নতুন ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এর শুটিং নিয়েও ব্যস্ত আছেন। পরিচালক অপূর্ব লাখিয়ার এই যুদ্ধভিত্তিক ছবির কাজ লাদাখে চলছে এবং এর গল্পে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনার সংঘর্ষের বিষয়টি তুলে ধরা হচ্ছে।