বলিউড অভিনেতা সাইফ আলী খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার ক্যারিয়ারের শুরুতে একজন নারী প্রযোজকের কাছ থেকে তিনি সাপ্তাহিক মাত্র এক হাজার রুপি পারিশ্রমিক পেতেন। তবে শর্ত ছিল প্রতিবার টাকা নেওয়ার সময় তাঁকে প্রযোজকের গালে চুমু দিতে হবে।

সাইফ বলেন, “আমাকে বলা হয়েছিল, টাকা পাওয়ার সময় গালে ১০ বার চুমু দিতে হবে। সেই শর্তেই সপ্তাহে এক হাজার রুপি দেওয়া হতো।” তবে তিনি প্রকাশ করেননি ওই প্রযোজকের নাম।

১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সাইফের। কিন্তু শুরুতে তাঁকে বেশিরভাগ ছবিতে দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে দেখা যেত। তাঁর মা, কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর থাকলেও, সাইফের মতে, শুরুটা মোটেও সহজ ছিল না।

সাইফ বলেন, “অনেকে মনে করেন আমি ভাগ্যবান। কিন্তু তখন শহরের সেরা ছবিগুলো আমারই হাতে আসত, এমনটা নয়। আমাদের পরিবারে বড় নায়কের মতো আচরণ করার পরিবেশ ছিল না। বরং শেখানো হয়েছিল চুপচাপ থাকতে এবং নিজেকে আড়াল করে রাখতে।”

চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে নিজের বাড়িতে সাইফ আলী খান ছুরিকাহত হন। ঘটনায় তাঁর শরীরে ছয়টি আঘাত লাগে, যার একটি গলায়। দ্রুত লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁকে বাঁচানো হয়। এই ঘটনা প্রসঙ্গে সাইফ বলেন, “আমি ভাগ্যবান। অর্থ নয়, ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় প্রাপ্তি।”

সাইফকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ’-এ। সামনে তিনি প্রিয়দর্শন পরিচালিত ‘হৈওয়ান’ ছবিতে আবারও অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধবেন।