নবাব এখন ‘বাঙালি’ বাবু! টলিউডে অভিষেক নাকি নতুন কোনো চমক? বাংলা শিখছেন সাইফ
শর্মিলা ঠাকুরের ছেলে হিসেবে বাংলার সাথে তার টান ছোটবেলা থেকেই। কিন্তু এবার সেই টান আরও মজবুত করতে কোমর বেঁধে নামছেন সাইফ আলী খান। বলিপাড়ার খবর, আগামী তিন মাস অন্য সব কাজ দূরে সরিয়ে রেখে সাইফ মন দিচ্ছেন শুধুমাত্র বাংলা ভাষা ও উচ্চারণ রপ্ত করতে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন-তবে কি এবার টলিউডের পর্দায় দেখা যাবে নবাবকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, তিনি একটি বড় প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন যেখানে তাকে একজন বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে। তবে সেই চরিত্রটি কার, কিংবা পরিচালক কে-সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেতা। সাইফের ভাষায়, “অনেক দিন পর কোনো চরিত্রের জন্য এমন জোরদার প্রস্তুতি নিচ্ছি। এর বেশি বলা বারণ।” ভক্তদের ধারণা, এটি হয়তো কোনো বড় বাজেটের প্যান-ইন্ডিয়া বায়োপিক হতে যাচ্ছে।
সাক্ষাৎকারে সাইফ তার জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। এ বছর এক বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি, যা তাকে প্রায় চিরতরে শয্যাশায়ী করে দিতে পারত। সাইফ জানান, সেই সময় তার পা একপ্রকার অসাড় হয়ে গিয়েছিল। এই নতুন জীবন পাওয়াকে তিনি ‘পুনর্জন্ম’ হিসেবে দেখছেন এবং সেই কারণেই এখন বেছে বেছে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাইছেন।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার একটি অনুষ্ঠানে এসে সাইফ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, সেই দুর্ঘটনার স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। তবে এই নতুন উদ্দীপনা নিয়ে বাংলার পাঠশালায় বসা সাইফ আলী খানকে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে দুই বাংলার দর্শকরাই।