নেটফ্লিক্সের আলোড়ন সৃষ্টিকারী সিরিজ 'স্ট্রেঞ্জার থিংস' শেষ হওয়ার পথে! আর তাই, ফ্যানদের সঙ্গে সিরিজের অন্যতম জনপ্রিয় তারকা স্যাডি সিঙ্কও এখন আবেগের বন্যায় ভাসছেন।
মাত্র ১৪ বছর বয়সে যিনি বিশ্বজুড়ে তারকা হয়ে ওঠেন, সেই ম্যাক্স মেফিল্ড এখন তাঁর জীবনের সেই বিশেষ অধ্যায়টির সমাপ্তি নিয়ে মুখ খুলেছেন। রাতারাতি গ্লোবাল আইকন হয়ে ওঠা এই অভিনেত্রী জানালেন, সিরিজের শ্যুটিংয়ের শেষ দিন কতটা কঠিন ছিল তাঁর জন্য।

নেটিজেনদের প্রিয় মাইন্ড ব্লোয়িং সিরিজ 'স্ট্রেঞ্জার থিংস'-এর পঞ্চম কিস্তি মুক্তির পর থেকেই চলছে আলোচনা। কিন্তু এই জনপ্রিয় সিরিজের সমাপ্তি টানার বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না এই শো-এর অন্যতম তারকা স্যাডি সিঙ্ক। মাত্র ১৪ বছর বয়সে ম্যাক্স মেফিল্ড চরিত্রে যুক্ত হওয়া এই অভিনেত্রী যেন এই সিরিজটির সঙ্গেই বড় হয়েছেন।

সম্প্রতি টিন ভোগ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে স্যাডি তাঁর আবেগকে আড়াল করতে পারেননি। তিনি বলেন, “শুটিংয়ের শেষ দিনটি কোনো দিন ভুলব না। আমি এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে কিছুই ঠিকমতো হচ্ছিল না।” সিরিজের শেষ পর্বের শ্যুটিং শেষে নাকি দীর্ঘদিন তাঁর মন খারাপ ছিল। তবে এখন তিনি সেই বিষাদ কাটিয়ে উঠেছেন এবং সামনের দিকে তাকাতে চান।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্যাডি: দর্শকদের প্রিয় তারকা এখন নতুন পথে হাঁটতে প্রস্তুত। শুধু অভিনয় নয়, ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করার পাশাপাশি প্রযোজনায় যুক্ত হওয়ারও ইচ্ছা আছে স্যাডির। ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি শুধু বলেন, "সবকিছুর জন্য ধন্যবাদ।"