দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অবশেষে বড় পর্দায় অভিষেক হতে চলেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। তিনি সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় করতে চলেছেন। এর মাধ্যমে তার দীর্ঘদিনের আক্ষেপ ঘুঁচছে।
সরকারি অনুদানের ছবিতে অভিষেক
২০০৬ সাল থেকে অভিনয় জগতে কাজ করা প্রভা অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তবে এবার তিনি সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় করে বড় পর্দায় তার যাত্রা শুরু করছেন। ছবি দুটি হলো ঝুমুর আসমা জুঁই পরিচালিত 'দুই পয়সার মানুষ' এবং সাদেক সিদ্দিকী পরিচালিত 'দেনা পাওনা'।
প্রভা জানান, এর আগে বেশ কয়েকবার সিনেমার প্রস্তাব পেলেও তার পরিবার পড়ালেখার কারণে আপত্তি জানিয়েছিল। পরবর্তীতে তিনি যখন নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আসেন, তখন তার মনের মতো গল্প পাচ্ছিলেন না। তিনি বলেন, “আমি কেন্দ্রিক গল্প না পাওয়ার কারণেও সিনেমায় এতদিন কাজ করাটা হয়নি।”
'দুই পয়সার মানুষ' ও 'দেনা পাওনা'
'দুই পয়সার মানুষ' সিনেমায় প্রভাকে একজন আইনের ছাত্রীর চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তার বিপরীতে আছেন এ বি এম সুমন। অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'দেনা পাওনা' অবলম্বনে নির্মিতব্য ছবিতে তিনি 'নিরুপমা' চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে একজন নারীর সংগ্রামী জীবন তুলে ধরা হবে এবং তার বিপরীতে আছেন মামনুন হাসান ইমন।
প্রভা বলেন, "এই সময় এসে আমার মনে হয়েছে, আমি একজন অভিনয়শিল্পী। আমার অন্তত একটা সিনেমায় কাজ করা উচিত। ক্যারিয়ারে একটা সিনেমাও থাকবে না, এটা কেমন হয়! সেই সময় কাজের অফারটা পাই। তখন আমার মনে হয়েছে, এখন না করলে হয়তো আর কোনোদিন সিনেমায় অভিনয়টা করাই হবে না।”