বলিউডের অন্যতম তারকা সাইফ আলি খানের বংশপরিচয় যেন ইতিহাসের এক অনন্য মেলবন্ধন। এখানে মিশে আছে সাহিত্য, ক্রীড়া, রাজনীতি ও চলচ্চিত্রের বহু উজ্জ্বল অধ্যায়। আশ্চর্যের বিষয়, তাঁর পরিবারে রয়েছে বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও এক রক্তের সূত্র।

সাইফের মা, অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পূর্বপুরুষদের দিকেই এই সংযোগ। শর্মিলার ঠাকুমা লতিকা ঠাকুর ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, আর দ্বিজেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের বড় ভাই। সেই সূত্রে সাইফ, আর তাঁর সন্তান ইব্রাহিম, তৈমুর ও জেহ রবীন্দ্রনাথের দূর সম্পর্কীয় আত্মীয়।

যদিও এই সম্পর্ক সরাসরি উত্তরাধিকারের নয়, তবে এর ঐতিহাসিক তাৎপর্য অস্বীকার করা যায় না। এক আলাপচারিতায় সাইফ নিজেও রসিকতার সুরে স্বীকার করেছিলেন, তাঁর ছেলে তৈমুরের মধ্যে মিলেমিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যরক্ত, রাজ কাপুরের অভিনয় ঐতিহ্য, মনসুর আলি খান পতৌদির ক্রীড়া গৌরব এবং ভোপালের সমৃদ্ধ ইতিহাস যা তাঁকে নিজেকেও বিস্মিত করে।