হলিউডের কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং পরিবেশকর্মী রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বর্ণাঢ্য কর্মজীবন

১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া রবার্ট রেডফোর্ড ১৯৫৯ সালে 'টেল স্টোরি' নাটকের মাধ্যমে ব্রডওয়েতে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৭৩ সালের বিখ্যাত চলচ্চিত্র 'দ্য স্টিং' তাকে অস্কারের সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন এনে দেয়। ১৯৮০ সালে তিনি 'ওর্ডিনারি পিপল' পরিচালনার জন্য সেরা পরিচালকের অস্কার পুরস্কার জিতে নেন।

'আউট অব আফ্রিকা'-এর মতো সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি স্বাধীন চলচ্চিত্রের পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি সানড্যান্স চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব।

পুরস্কার ও সম্মাননা

রবার্ট রেডফোর্ড তার কর্মজীবনে অসংখ্য সম্মাননা লাভ করেছেন। ২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন এবং ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম-এ ভূষিত হন। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

রেডফোর্ড তার শেষ চলচ্চিত্র 'দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান' শেষ করার পর অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন। তার প্রথম সন্তান স্কট জন্মের দুই মাস পর মারা যায় এবং তার ছেলে জেমস রেডফোর্ড ২০২০ সালে ক্যান্সারে মারা যান।