বাড়ি নাকি সাত তারকা হোটেল?

সম্প্রতি কোরিওগ্রাফার-নির্মাতা ফারাহ খান তার রাঁধুনি দিলীপকে নিয়ে রিদ্ধিমার দিল্লিতে অবস্থিত বাড়িতে গিয়েছিলেন। বাংলোর বিশাল গেটওয়ে দেখে দিলীপ অবাক হয়ে প্রশ্ন করেন, "এটা কোনো হোটেল?" জবাবে ফারাহ হেসে বলেন, "এটা কোনো হোটেল নয়, কিন্তু দেখতে হোটেলের মতোই!"

বাড়ির ভেতরের বিলাসী সাজসজ্জা দেখে ফারাহ মুগ্ধ হন। তিনি ঘরের এক অংশ দেখে রিদ্ধিমাকে জিজ্ঞাসা করেন, "এটা কোন জায়গা?" রিদ্ধিমা জানান, এটা তাদের পারিবারিক বসার জায়গা। ফারাহ বিস্মিত হয়ে বলেন, "বোম্বেতে (মুম্বাই) হলে এই জায়গা দিয়ে পুরো একটা তিন বেডরুমের ফ্ল্যাট বানিয়ে ফেলত।"


বিলাসী বাড়িতে কী কী আছে?

রিদ্ধিমার বাড়িতে একটি ইন-হাউস জিম, শিশুদের খেলার জায়গা এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলোয় ভরা বড় খোলা জায়গা রয়েছে। বাগানে লেবুগাছ দেখে ফারাহ অবাক হয়ে বলেন, “দিল্লির বাড়িগুলো বিশাল হয় শুনেছি, কিন্তু এত বড় লেবু এই প্রথম দেখলাম!” ফারাহ যখন দোতলায় ওঠেন, তখন তিনি মন্তব্য করেন যে এটা দেখতে আলাদা একটি ফ্লোরের মতো। রিদ্ধিমা হেসে জানান, এটা আসলে তার নিজের ফ্লোর। ফারাহ মজার ছলে বলেন, "ওহ, তাহলে এখানে প্রত্যেকের নিজের ফ্লোর থাকে? বোম্বেতে তো আমাদের একটিমাত্র রুম পাওয়ার জন্য যুদ্ধ করতে হয়!"


রণবীর-আলিয়ার নতুন বাড়ি ও চলচ্চিত্রে রিদ্ধিমার অভিষেক

ফারাহ জানতে চান, রণবীর কাপুরআলিয়া ভাটের নতুন বাড়িতে রিদ্ধিমার জন্য কোনো ফ্লোর রাখা হয়েছে কি না। উত্তরে রিদ্ধিমা বলেন, তার জন্য একটি ঘর এবং তার মা নীতু সিংয়ের জন্য পুরো একটি ফ্লোর রাখা হয়েছে। তিনি জানান, মা চান তারা সবাই যেন তার কাছাকাছি থাকেন।

রণবীর-আলিয়ার নতুন ছয়তলা বাড়ির নামকরণ করা হয়েছে রণবীরের প্রয়াত দাদি কৃষ্ণা রাজ কাপুরের নামে। একাধিক প্রতিবেদন অনুসারে, বান্দ্রার পালি হিলে অবস্থিত এই বাড়ির মূল্য প্রায় ২৫০ কোটি রুপি।

সম্প্রতি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা ‘ডিএসকে’-এর মাধ্যমে রিদ্ধিমা কাপুরের চলচ্চিত্রে অভিষেক হয়েছে। এই ছবিতে তার সঙ্গে তার মা নীতু কাপুর এবং কৌতুক অভিনেতা কপিল শর্মা অভিনয় করেছেন।