সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ 'ব্যাডস অব বলিউড'-এ ভেপিং (e-cigarette) দৃশ্যে অভিনয় করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা রণবীর কাপুর। তার বিরুদ্ধে মুম্বাই পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে।
আইনি জটিলতার কারণ
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়। কিন্তু সিরিজটিতে রণবীরকে কোনো বিধিবদ্ধ সতর্কীকরণ ছাড়াই ভেপিং করতে দেখা যায়। এই দৃশ্যটি কীভাবে সেন্সর ছাড়পত্র পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। তাদের দাবি, এ ধরনের দৃশ্য তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জাতীয় মানবাধিকার কমিশন এই দৃশ্যটি নিষিদ্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে।
ভক্তদের বিস্ময়
এই ঘটনায় ভক্তরাও বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, এর আগে এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানিয়েছিলেন যে, তিনি ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছেন।
আরিয়ান খানের পরিচালনায় নির্মিত এই সিরিজটিতে রণবীর কাপুর ছাড়াও রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি, ও আরশাদ ওয়ারসি-এর মতো তারকারা অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজটিতে ভারতের মাদকবিরোধী সংস্থা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে নিয়ে পরোক্ষ মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।