সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। আর সেখানেই নিজের গোপন কথা ফাঁস করে শোরগোল ফেলে দিলেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা।
হলিউড মানেই যে সব কিছু গ্ল্যামারাস, এমনটা নয়! উৎসবের দ্বিতীয় দিনে জেসিকা নিজের ক্যারিয়ারের এক অস্বস্তিকর অধ্যায় টেনে আনলেন। তিনি কথা বললেন ২০০৫ সালের মার্ভেল সিনেমা ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ সু স্টর্ম চরিত্রে অভিনয় প্রসঙ্গে।
অ্যালবা খোলাখুলি জানিয়েছেন, ছবিটির একটি দৃশ্যে তাঁর চরিত্র সু স্টর্মকে ব্রিজের ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়। এই দৃশ্যটি তাঁর অভিনয় জীবনের সবচেয়ে অপছন্দের দৃশ্য।
"ওই দৃশ্য ছিল ভয়ানক। বাস্তব জীবনে এটা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর নিজেও বেশ সংযত মানুষ। অনেক দিন ধরে ওই দৃশ্যের কথা ভাবলেই ভয় লাগত। এখনো ওটা আমাকে কষ্ট দেয়," জানালেন জেসিকা অ্যালবা।
অ্যালবা এত অস্বস্তি সত্ত্বেও সু স্টর্ম চরিত্রটিকে ভালোবাসেন। কারণ? সেই সময়ের সুপারহিরো ছবিতে নারী চরিত্রদের নিয়ে যে গতানুগতিক ধারণা ছিল, এই চরিত্রটি তা ভেঙে দিয়েছিল।
জেসিকা বলেন, "সু স্টর্ম ছিল মা-সুলভ, দয়ালু কিন্তু একই সঙ্গে দৃঢ়। আগে নারী চরিত্র মানেই ছিল সমস্যা তৈরির কারণ বা উদ্ধারের অপেক্ষায় থাকা কেউ। সু স্টর্ম ছিল আলাদা, আর আমি তাকে সম্মান করতাম।"
পুরোনো অস্বস্তি ভুলে এখন সামনের দিকে তাকাচ্ছেন জেসিকা। তিনি নিশ্চিত করেছেন, তিনি ডাকোটা জনসনের নতুন সিনেমা ‘আ ট্রি ইজ ব্লু’-তে অভিনয় করছেন। ছবিতে তাঁর সঙ্গী হচ্ছেন ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স ও অভিনেত্রী ভ্যানেসা বার্গহার্ট।
জেসিকা বলেন, "এটি এক মা ও মেয়ের মাঝে স্বাধীনতা নিয়ে টানাপোড়েনের গল্প। সব ঠিক থাকলে হয়তো আগামী বছরই রেড সি ফেস্টিভ্যালে ছবিটি দেখানো যেতে পারে।"
শুধু অভিনয় নয়, এবার ক্ষমতা হাতে নিতে চান জেসিকা। সম্প্রতি তিনি নিজের প্রযোজনা সংস্থা লেডি মেটালমার্ক এন্টারটেইনমেন্ট শুরু করেছেন। লক্ষ্য হলিউডে বৈচিত্র্যের গল্প এবং বিশেষ করে নারীদের নেতৃত্বাধীন গল্পগুলোকে সামনে আনা।
জেসিকা বলেন, "আমি বড় হয়েছি এমন এক সময়, যখন গল্পে খুব কম বৈচিত্র্য দেখা যেত। অনেক সময় গল্প বলার ক্ষমতা থাকে সাদা পুরুষদের হাতে তারা তাদের পরিচিত দৃষ্টিকোণ থেকেই গল্প বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে।"
তিনি কড়া বার্তা দিয়েছেন, "নারীরা পরিবারের আয়ের ৭০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। তাই আমাদের গল্পগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। সব সময় নারীর “উদ্ধার”-এর গল্প না দেখালেও চলে।"