৪০ বছরের দীর্ঘ অভিনয় জীবনে টালিউড এবং বলিউডে নিজের অসাধারণ ছাপ ফেলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই দীর্ঘ যাত্রার পর তিনি এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটিই প্রশ্ন করেন, "আর কী কী চরিত্র এখনও করে ওঠা হয়নি?"

প্রসেনজিৎ বলেন, তিনি নিজেকে ক্রমাগত ভাঙতে চান এবং নতুন নতুন চরিত্রে কাজ করতে চান। তার মনে হয়, তিনি সমুদ্র থেকে কেবল এক ঘটি জল তুলেছেন, আরও অনেক কিছু করা বাকি। এই কাজের ক্ষুধা তাকে বাঁচিয়ে রাখে। তিনি বলেন, তার এই কাজের স্পৃহা নতুন প্রজন্মের জন্য নতুন কিছু তৈরি করতে তাকে অনুপ্রাণিত করে।

অমিতাভ বচ্চনের উদাহরণ

এই প্রসঙ্গে প্রসেনজিৎ বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের কথা বলেন। তিনি জানান, অমিতাভ বচ্চন তার নতুন কাজের ট্রেলার দেখে বলেছিলেন, “আমি অমিতাভ বচ্চন, তুমি আমার জন্য ভালো একটি চরিত্র দেখতে পারো।” অমিতাভের মতো একজন কিংবদন্তি অভিনেতার কাজের প্রতি এমন আগ্রহ তাকে আরও অনুপ্রাণিত করে। প্রসেনজিৎ আরও বলেন, তিনি এমন চরিত্রে কাজ করতে চান যাতে শিশুরা তার কাছে এসে 'ক্র্যাচ' কোথায় তা জানতে চায়, 'আমার মা আপনার ফ্যান' এমন কথা না বলে।

'দেবী চৌধুরানী'র জন্য প্রস্তুতি

আসন্ন পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে প্রসেনজিৎ ও শ্রাবন্তী অভিনীত সিনেমা 'দেবী চৌধুরানী'। এই ছবিতে ভবানী পাঠক চরিত্রে অভিনয়ের জন্য প্রসেনজিৎ বিশেষভাবে প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, "এমন চরিত্রে হঠাৎ করে পরের দিন থেকেই কাজ করা যায় না। সেই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিতে হয়।" তিনি জানান, মানসিক ও শারীরিক প্রস্তুতির পাশাপাশি চরিত্রের সঙ্গে নিজেকে পুরোপুরি একাত্ম করে নিতে তিনি সবকিছু থেকে নিজেকে খানিকটা আলাদা করে রাখেন।