ব্যক্তিগত জীবনের নানা ঝড় সামলে আবারও কাজে ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডটি নিয়ে বাসায় ফিরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার এই অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

দুই সন্তানের ভালোবাসা

পরীমণি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে, তার নানা শামসুল হক গাজী মারা যাওয়ার পর তার দুই সন্তানই এখন তার ঘরের দরজা খোলার অপেক্ষায় থাকে। অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলে তারা দুজনে একসঙ্গে তার কোলে উঠে বসে। এই মুহূর্তগুলোকে তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। তিনি লেখেন, "কী লাগে জীবনে আর!"

তিনি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে বলেন, "আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর।"

পরীমণির নতুন কাজ

পরীমণি বর্তমানে তার নতুন সিনেমা ‘গোলাপ’-এর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নিরব। এটি এই দুই তারকার প্রথম ছবি, যা পরিচালনা করছেন সামছুল হুদা

এছাড়াও, পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ হয়েছে। প্রায় দুই বছর আগে শুরু হওয়া এই ছবিতে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক