ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এখন বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন। মালয়েশিয়ায় একটি বিশেষ অনুষ্ঠান শেষ করে বর্তমানে সন্তানদের নিয়ে একান্ত সময় দিচ্ছেন তিনি। এই মুহূর্তে পরীমণি অবস্থান করছেন মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরে সমুদ্রের পানিতে ভেসে আছেন পরীমণি। চোখে রোদচশমা, মুখে হাসি, নানা ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লেখেন, “আমি জানি, শীতের সকালে এই রকম ছবি দেখলে কেমন লাগে। যাই হোক, শুভ সকাল।” সঙ্গে জুড়ে দেন হাসিমুখের ইমোজি।

শুটিংয়ের ব্যস্ততা আর কাজের চাপ থেকে একটু স্বস্তি নিতেই আপাতত দেশের বাইরে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে দূরে থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগে বিরতি দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে নিজের উপস্থিতি টিকিয়ে রাখছেন পরীমণি।

এদিকে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমা ‘প্রীতিলতা’ দিয়েই আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন তিনি। ২০২০ সালে কয়েক দিনের শুটিংয়ের পর নানা কারণে থেমে যায় সিনেমাটির কাজ। এবার সেই অসম্পূর্ণ কাজ আবার শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রামে বাকি অংশের শুটিং সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমণির সঙ্গে আলোচনা করে শুটিংয়ের সময়সূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালে ‘প্রীতিলতা’র ফার্স্ট লুক প্রকাশের পর পরীমণির উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ আলোড়ন তুলেছিল। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ নির্মাতা ও পুরো টিম।