'বন্ধ হচ্ছে পিৎজা হাটের ৬৮ রেস্তোরাঁ, চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী' এমন শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয় একটি গণমাধ্যমের অনলাইনে। তবে এই ঘটনা বাংলাদেশের নয় যুক্তরাজ্যের। সংবাদপত্রটির এমন বিভ্রান্তকর শিরোনাম ভোক্তাদের মনে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে জানিয়েছেন পিৎজা হাটের একজন গ্রাহক। 

আন্তর্জতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ঘটনাটির যুক্তরাজ্যের। সেটিও আবার প্রতিষ্ঠানটির একটি কৌশলত সিদ্ধান্ত। 

যুক্তরাজ্যে পিৎজা হাটের রেস্তোরাঁ পরিচালনাকারী ডিসি লন্ডন পাই লিমিটেড প্রতিষ্ঠানটি সম্প্রতি এফটিআই কনসাল্টিংকে প্রশাসক হিসেবে নিযুক্ত করার পরই এমন সিদ্ধান্ত এসেছে। 

তবে এই ঘটনাটি কেবল যুক্তরাজ্যের ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না। আগের মতোই ব্যবসা পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এর ফলে ভোক্তাদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে তারা।