যমজ পুত্রসন্তানের জন্মের কিছুক্ষণ পরই আলোচিত পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর পিয়ারি মরিয়ম মারা গেছেন। প্রসবকালীন জটিলতায় গতকাল লাহোরের এক হাসপাতালে ২৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্বামী আহসান আলী ইনস্টাগ্রাম পোস্টে পিয়ারির মৃত্যুর খবরটি জানান এবং প্রয়াত স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

লাইফস্টাইল কনটেন্টের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে পিয়ারি মরিয়ম পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও পরিচিতি পান। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছিল ১৪ লাখের বেশি, আর টিকটকে ২০ লাখের বেশি। তিনি স্বামী আহসান আলীর সঙ্গেও ভিডিও বানাতেন।

পিয়ারির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর আরেক কনটেন্ট ক্রিয়েটর ফাতিমা জাফরি শোক প্রকাশ করে লেখেন, "আমি তাঁর স্বামীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যে মারিয়াম মারা গেছেন... এ কারণেই আমরা সব সময় বলি, গর্ভাবস্থায় নারীদের বিশেষ যত্ন নিতে হয়, এ সময়টা খুবই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ।" আরেক কনটেন্ট ক্রিয়েটর কেন ডল তাঁকে 'খুবই মিষ্টি মনের মানুষ' বলে শোক প্রকাশ করেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নবজাতকের মৃত্যু নিয়ে গুজব ছড়ালেও পরিবার জানিয়েছে, এই বিষয়টি সত্যি নয়। দুই সন্তান সম্পূর্ণ সুস্থ আছে। এক বিবৃতিতে পরিবার লিখেছে, "আলহামদুলিল্লাহ, দুই ছোট ছেলে সম্পূর্ণ নিরাপদ। গুজব থেকে দূরে থাকুন এবং আমাদের প্রিয় মরিয়ামের জন্য দোয়া করুন।"