জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’ তাদের প্রত্যাবর্তনের কনসার্ট ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ আয়োজন করতে যাচ্ছিল ২ আগস্ট, রাজধানীর কেআইবি মিলনায়তনে। কিন্তু হঠাৎ করে সাউন্ড ইঞ্জিনিয়ার ও ‘ওন্ড’ ব্যান্ডের সদস্য এ কে রাতুলের অকাল মৃত্যুতে স্থগিত হয়ে যায় কনসার্টটি। নতুন করে এই কনসার্ট অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট।
রাতুল ছিলেন প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে। তিনি কনসার্টটির সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার আকস্মিক মৃত্যুর খবরে ব্যান্ডের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং সময় চেয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
ব্যান্ডের কীবোর্ডিস্ট ও ভোকাল অমিতাভ বলেন, “২৭ জুলাই আমরা আমাদের খুব আপন একজনকে হারালাম। শোতে রাতুল ভাই সাউন্ড দেখতেন, এবার তিনি আর থাকবেন না—এটা ভাবা কঠিন।”
তিনি আরও জানান, এটি প্রথমবার নয়, এর আগেও তারা এমন একটি মর্মান্তিক ঘটনা পার করেছেন। ২০২৩ সালের মে মাসে, সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্যান্ডের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই শোক সামলে উঠতে প্রায় এক বছর সংগীত থেকে দূরে ছিল ‘অড সিগনেচার’। “আমরা চাই না ফিরে আসার এই আনন্দটা এতগুলো মৃত্যুর ছায়ায় ঢাকা পড়ে যাক,” বলেন অমিতাভ।
ব্যান্ডটি চলতি বছরের মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি গান প্রকাশের মাধ্যমে আবার সক্রিয় হয়। আর এবার ১৪ আগস্ট কনসার্টের মধ্য দিয়ে তারা নতুন করে শুরু করতে যাচ্ছে তাদের সংগীতযাত্রা।
প্রাইম ওয়েব কমিউনিকেশন আয়োজিত এই কনসার্ট শুরু হবে বেলা ৩টা থেকে এবং শেষ হবে সন্ধ্যা ৬টার মধ্যে।কনসার্টে ব্যান্ডের বর্তমান লাইনআপ ঘোষণা করা হবে এবং প্রকাশ পাবে তাদের নতুন অ্যালবামের পরিকল্পনাও।