অন্তু দাস নামে ছোট হলেও কাজে যেন ততটাই বিস্তৃত। তাঁকে দেশের এ প্রজন্মের অন্যতম সেরা গিটারিস্ট বলা হয়, বিশেষ করে ফিঙ্গারস্টাইল গিটারিস্ট হিসেবে তিনি যেন অদ্বিতীয়। গিটার বাজানোর পাশাপাশি তিনি সংগীতায়োজনও করেন, এবং তাঁর কণ্ঠেও শোনা যায় গান। বর্তমানে এই তরুণ শিল্পী সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে নিয়মিত বাজাচ্ছেন, এবং এর আগে তিনি ব্যান্ড 'আভাস'-এর গিটারিস্ট ছিলেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা রংপুরে। তাঁর বাবা রঞ্জীত দাস একজন আলোকচিত্র সাংবাদিক। ২০০৭ সালে সংগীতে হাতেখড়ি হওয়ার পর থেকেই চলছে তাঁর অদম্য এক যাত্রা।
গিটারকে নিজের খেলনা বানিয়ে নিতে অন্তু দাস দৈনিক ৫-৭ ঘণ্টা প্র্যাক্টিস করতেন, এমনকি একদিনে ১৪ ঘণ্টাও গিটার নিয়ে পড়ে থাকতেন। সেই রক্তাক্ত হাতই আজ তাঁকে গিটারের মাস্টার বানিয়েছে, এবং অনেকেই তাঁর কাছ থেকে দীক্ষা নিচ্ছেন। ২০২০ সালে 'আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষি' গানটির ফোক-ফিউশন করে তিনি দারুণ সাড়া পান, যা অন্তর্জালে কোটি কোটি ভিউ অর্জন করে। এছাড়া, ২০২৫ সালে তিনি 'ঘুমপরী' ছবির আলোচিত গান 'তুমি আমার হলে মন্দ হতো না' গেয়েছেন।
অন্তু দাস এখন পর্যন্ত চলচ্চিত্র, ওয়েব ছবি, নাটক ও সিঙ্গেল মিলিয়ে কয়েক'শ গানে গিটার বাজিয়েছেন। রুনা লায়লা, ফাহমিদা নবী থেকে শুরু করে ওপার বাংলার নচিকেতা চক্রবর্তীর মতো কিংবদন্তিদের গানেও আছে তাঁর সুরের ছোঁয়া। পাশাপাশি প্রীতম হাসান, মিনার রহমান, প্রতীক হাসানদের মতো হালের তারকাদের গানেও তিনি নিয়মিত গিটারবাদক। বর্তমানে হাবিব ওয়াহিদের সঙ্গে বাজানোর পাশাপাশি, এই প্রতিভাবান শিল্পী শিগগিরই 'শূন্যস্থান' শিরোনামের নিজের একক অ্যালবাম নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন।