ব্যবসায়িক কাজে সম্প্রতি জেদ্দায় যান ফারদিন। একই সময়ে সেখানে অবস্থান করছিলেন তার বাবা, অভিনেতা ওমর সানী। কাকতালীয় হোক বা পূর্বপরিকল্পিত, দীর্ঘ দুই বছর পর বাবা-ছেলের সেই বহুল প্রতীক্ষিত দেখা হয় পবিত্র ভূমিতে। শুধু দেখা নয়, একসঙ্গে আদায় করেন ওমরাহও।

এই আবেগঘন মুহূর্তগুলোর ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ওমর সানী। একটি ভিডিওতে দেখা যায়, ছেলেকে কাছে পেয়ে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ভিডিওতে সানী বলেন, ফারদিন দুই বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে, দুবাইতে কাজ করছে। জেদ্দায় এসে হঠাৎ করেই তার সঙ্গে দেখা হয়ে যায়। ছেলেকে ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ফারদিনের চোখের জল তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান তিনি।

ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে সানী আরও বলেন, ফারদিন ওমরাহ পালনের উদ্দেশ্যেই সেখানে এসেছে। আল্লাহ যেন তাকে সবসময় নিরাপদ, সুস্থ ও শান্তিতে রাখেন এই কামনাই করেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেতা জানান, বাবা-ছেলের একসঙ্গে তোলা একটি ছবি তিনি ফারদিনের মা, অভিনেত্রী মৌসুমীকেও পাঠিয়েছিলেন। ছবিটি দেখে আবেগে ভেঙে পড়েন মৌসুমী। সানীর ভাষায়, তাদের একসঙ্গে দেখে মৌসুমী অঝোরে কেঁদেছেন এবং দুজনকেই ভীষণ মিস করছেন।

বাবা-ছেলের এই নিখাদ ভালোবাসা আর দুই বছর পর পবিত্র ওমরাহর মাধ্যমে মিলিত হওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের মন। নেটিজেনরাও প্রশংসা আর শুভকামনায় ভাসাচ্ছেন এই আবেগঘন পুনর্মিলনকে।