অভিনেত্রী নুসরাত ফারিয়া তার নতুন স্বপ্নের কথা জানিয়েছেন তিনি একজন ব্যারিস্টার হতে চান। সম্প্রতি কানাডার মন্ট্রিয়ালে চিত্রনায়ক জায়েদ খানের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এই ইচ্ছার কথা প্রকাশ করেন।
ব্যারিস্টার হওয়ার স্বপ্ন
'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান' অনুষ্ঠানে ফারিয়া বলেন যে, ব্যারিস্টার হওয়ার স্বপ্ন তার ছোটবেলা থেকেই ছিল। তিনি বলেন, “সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এ স্বপ্নটাও পূরণ করেন।”
কারাগার ও হতাশার কথা
গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে দুদিন কারাগারে ছিলেন নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর এই প্রথম তিনি প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “এরকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া এই ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকার, তার জীবনে এত জটিলতা!” তিনি আরও বলেন যে, এমন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী হতে শেখায়।