অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিত নুসরাত ফারিয়া জানিয়েছেন, নতুন গান প্রকাশে দেরি হচ্ছে মানসম্মত কাজের সমন্বয় ও ব্যয়বহুল মিউজিক ভিডিও তৈরির কারণে। ফুয়াদ আল মুক্তাদিরসহ বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে তাঁর নতুন গান প্রস্তুত রয়েছে। পাশাপাশি পছন্দের শিল্পীদের সঙ্গে কোলাবরেশনের পরিকল্পনা ও নতুন সিনেমার শুটিংয়েও শিগগির অংশ নিচ্ছেন তিনি।
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গানও করেন। ২০১৮ সালে প্রথম গান ‘পটাকা’ প্রকাশের পর তাঁর মোট চারটি গান প্রকাশ পেয়েছে। গত বছর ফুয়াদ আল মুক্তাদিরের সুরারোপে নতুন গান রেকর্ড করলেও দেড় বছরেও তা প্রকাশ পায়নি।
সম্প্রতি এক অনুষ্ঠানে গান প্রকাশের বিলম্বের কারণ জানান ফারিয়া। তিনি বলেন, দেরির কারণ হলো ব্যয়বহুল ও ভিন্নধর্মী মিউজিক ভিডিও তৈরি করা। তিনি চান দর্শক যেন এমন কিছু প্রথমবার দেখেন। ফারিয়া জানান, ফুয়াদ আল মুক্তাদির ও সঞ্জয়সহ বেশ কয়েকজনের সঙ্গে কাজ করা নতুন গান রেডি আছে।
ভবিষ্যতে নিজের পছন্দের শিল্পীদের সঙ্গে কোলাবরেশন করার ইচ্ছা আছে বলেও জানান এই অভিনেত্রী। অন্যদিকে, ফারিয়া এ মাসের শেষ দিকে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। বেশ কয়েক বছর টালিউডে কাজ না করার কারণ হিসেবে তিনি ভিসা জটিলতা ও ট্রাভেল সংক্রান্ত সমস্যা-কে উল্লেখ করেন। গত মাসে কানাডায় স্টেজ শো করা ফারিয়া আগামী নভেম্বরেও দেশের বাইরে যাওয়ার কথা জানান।