ভালোবাসা কখনো গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়, আবার কখনো মিলিয়ে যায় দূরত্ব আর সময়ের কুয়াশায়। সেই আবেগময় অনুভূতির গল্পই উঠে এসেছে ‘ভালোবাসা রং বদলায়’ শিরোনামের গানে। এটি গেয়েছেন ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বরিশাল বিভাগের প্রতিযোগী এহসান রানা। গানটির কথা ও সুর তাঁর নিজেরই, যেখানে প্রেমের রং বদলের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরা হয়েছে।
গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক এবং আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।
নিজের গান ও সংগীত যাত্রা সম্পর্কে এহসান বলেন,
“তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক বিদায় অনুষ্ঠানে ভাইয়ার অনুরোধে একটি গান গেয়েছিলাম। তখন বাসায় গুনগুন করে গাইতাম, সেখান থেকেই একটা গান গেয়ে ফেলি। অনুষ্ঠান শেষে এক শিক্ষক এসে বলেছিলেন, ‘তুমি তো চমৎকার গান গাও’। সেখান থেকেই গান গাওয়ার প্রতি ভালোবাসা তৈরি হয়।”
তিনি আরও জানান,
“ভালোবাসার টানাপোড়েন নিয়ে এই গানটি তৈরি করেছি, ইতোমধ্যে অনেক গুণীজন গানটি শুনে প্রশংসা করেছেন। এটা আমার জীবনের বড় অর্জন। সংগীতের পথচলায় আরও এগিয়ে যেতে চাই। সবার দোয়া চাই।”
ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক সহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।