মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছেন আইনা আসিফ। পারওয়ারিশ নাটকে মায়া চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচক দু’দিক থেকেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সহশিল্পী সামার আব্বাস জাফরির সঙ্গে তাঁর স্বাভাবিক ও হৃদয়গ্রাহী অভিনয় নাটকটিকে দিয়েছে আলাদা মাত্রা।

পারওয়ারিশ–এর সাফল্যের পর এবার হুম টিভির একটি দীর্ঘ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আইনা আসিফকে। তাঁর সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রফিক ও মালিকা কুইল।

নাটকটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, পারওয়ারিশ শেষ হওয়ার পর এটি সেই সময়সীমায় ইউটিউবের “টপ পাকিস্তানি ড্রামা” চ্যানেলে প্রচারিত হবে। সম্প্রতি আহমেদ রফিকের সঙ্গে সেট থেকে তোলা একটি আয়নার সেলফি পোস্ট করে আইনা ক্যাপশনে লিখেছেন“এর ঠিক আগেই আমরা তুমুল ঝগড়া করেছি।” এই মজার আড়ালের মুহূর্তই ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এখন সবার নজর পারওয়ারিশ এর সমাপ্তি পর্বের দিকে, তবে নতুন এই নাটক নিয়েও দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া। সময়ই বলে দেবে, আইনা আসিফ তাঁর আগের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেন কি না।