নিজের জীবনের অনুভূতিকে সুরে বেঁধে গেয়েছেন তরুণ গায়ক এনজেল নূর। তার প্রথম জনপ্রিয় মৌলিক গান ‘যদি আবার’ শুধু ঢাকায় নয়, কলকাতাতেও প্রশংসিত হয়েছে। আরেকটি গান ‘তিল’ও অনেকের মন ছুঁয়ে যায়। এই দুই গানে নিজের জীবনের গল্প এবং অনুভূতির প্রকাশ পেয়েছে।

এবার একক গানের বাইরে গিয়েছেন এনজেল, নিজস্ব অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। ‘প্রাণ-ত’ শিরোনামে তার প্রথম অ্যালবামে মোট সাতটি গান থাকবে। যদিও ‘যদি আবার’ ও ‘তিল’ গান দুটি এতে থাকবে না। অ্যালবামের নামকরণ প্রসঙ্গে এনজেল বলেন, “আমার গানগুলো আমার প্রাণের খুব কাছের, তাই অ্যালবামের নাম ‘প্রাণ-ত’ রাখা হয়েছে। এতে এমন গান থাকবে যা প্রাণজুড়ানো, যেখানে কষ্ট কিংবা সুখ উভয়কেই অনুভব করার কথাই বলা হয়েছে।”

অ্যালবামের প্রতিটি গানই নিজের লেখা ও সুর করেছেন এনজেল নূর। তিনি জানান, “‘যদি আবার’ গানে যেমন আমার জীবনকথা বলা হয়েছে, অ্যালবামের গানগুলোতেও নিজস্ব অনুভূতি ফুটে উঠবে।” বর্তমানে তিনি প্রায় ৩৬টি গান লিখেছেন এবং সুর দিয়েছেন, যার মধ্যে সাতটি গানই অ্যালবামে অন্তর্ভুক্ত হচ্ছে। অ্যালবামটি মাসখানেকের মধ্যে স্পটিফাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এর পর প্রতি সপ্তাহে একটি করে মিউজিক ভিডিও মুক্তি পাবে।

কলকাতার এক পরিচালক ‘যদি আবার’ গানটি সিনেমায় ব্যবহার করতে চান, এমন একটি প্রস্তাব এনজেল পেয়েছেন। তিনি বিষয়টি ভাবছেন এবং আগামী মাসে ঢাকায় একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিত সিং এক্স-হ্যান্ডলে এই গানটি শেয়ার করেছিলেন।

গানের পাশাপাশি এনজেল নূর অভিনয় ক্ষেত্রেও কাজ করছেন। ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে চারটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ; যার মধ্যে একটি তামিল, একটি কলকাতার এবং দুটি ঢাকার সিনেমা রয়েছে।

পুরো নাম জুলফিকার নূরী এনজেল। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করে তিনি প্রায় দুই বছর আগে স্নাতক শেষ করেছেন।