দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'। দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে শিল্পীদের খুঁজে বের করার এই মহৎ উদ্যোগের আবেদনের সময়সীমা সম্প্রতি বাড়ানো হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুরা এখন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।

প্রতিযোগিতার বিস্তারিত ও নিয়মাবলী

'নতুন কুঁড়ি-২০২৫' প্রতিযোগিতার প্রাথমিক ধাপের আবেদন শেষ হওয়ার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। কিন্তু ব্যাপক আগ্রহের কারণে বিটিভি কর্তৃপক্ষ সময়সীমা বাড়িয়ে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যেসব শিশু এখনো আবেদন করতে পারেনি, তারা আরও কিছুটা সময় পেলো। আবেদনের সময়সীমা বৃদ্ধির কারণে আঞ্চলিক অডিশনের তারিখও কিছুটা পেছানো হয়েছে, যা পরবর্তীতে বিটিভির অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগ্রহী প্রতিযোগীরা বিটিভির ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই আবেদন এবং রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবে। যারা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছে, তারাও একই জায়গা থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবে।

দেশের ১৯টি অঞ্চলে বাছাই পর্ব

শিশু-কিশোরদের প্রতিভা খুঁজে বের করার জন্য এই প্রতিযোগিতাটিকে দেশজুড়ে ১৯টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলের সেরা প্রতিযোগীরা প্রাথমিক বাছাই পর্বের পর বিভাগীয় পর্যায়ে যাবে। এরপর সব প্রতিযোগীর চূড়ান্ত বাছাই এবং ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকায়।

এই প্রতিযোগিতায় মোট ৯টি বিষয়ে শিশুরা তাদের প্রতিভা দেখাতে পারবে। এর মধ্যে রয়েছে: অভিনয়, আবৃত্তি, গল্প বলা, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত।

বয়সের ভিত্তিতে প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে:

  • 'ক' শাখা: ৬ থেকে ১১ বছরের কম বয়সী শিশুরা

  • 'খ' শাখা: ১১ থেকে ১৫ বছর বয়সী শিশুরা

'নতুন কুঁড়ি'-এর ফাইনাল প্রতিযোগিতা ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

দীর্ঘ বিরতির পর 'নতুন কুঁড়ি' আবারও ফিরে আসায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতা শুধু শিশুদের অনুপ্রাণিতই করবে না, বরং দেশের শিল্প-সংস্কৃতিতেও নতুন নতুন তারকার জন্ম দেবে।