সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর এক ম্যাচে মরক্কো দলের পক্ষে উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন নোরা ফাতেহি। এরপর থেকেই আশরাফ হাকিমির সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে বলা হয়, শুধু প্রিয় দল নয়, বরং হাকিমিকে সমর্থন দিতেই তিনি মরক্কো গিয়েছিলেন।
মরক্কোর জয় উদযাপনে নোরার আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সেই জল্পনা আরও তীব্র হয়। হাকিমিকেও নোরার একটি পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। তবে বিষয়টি নিয়ে নোরা বা হাকিমির কেউই এখনো প্রকাশ্যে কিছু বলেননি।
মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহি বলিউডে বর্তমানে পরিচিত মুখ। অন্যদিকে আশরাফ হাকিমি বিশ্ব ফুটবলের তারকাদের একজন। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফুটবলারকে ঘিরে নোরার নতুন সম্পর্কের গুঞ্জন অনেক দিন ধরেই আছে, আর সাম্প্রতিক ঘনিষ্ঠতার খবর সেই আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে। তবু সব কিছুই আপাতত অনানুষ্ঠানিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।