আমি যে বেঁচে আছি এটাই অনেক!’ মদ্যপ চালকের ধাক্কায় রক্তাক্ত নোরা ফতেহি, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা

বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফতেহি এক ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়েছেন। ২০২৫-এর ‘সানবার্ন ফেস্টিভাল’-এ পারফর্ম করতে যাওয়ার পথে শনিবার দুপুর ৩টে নাগাদ এক মদ্যপ চালক সজোরে ধাক্কা মারে নোরার গাড়িতে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়ির জানলায় নোরার মাথা ঠুকে যায় এবং তিনি মাথায় গুরুতর চোট পান। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়েছে কি না তা নিশ্চিত করতে সিটি স্ক্যানও করা হয়।

হাসপাতাল থেকে ফিরে সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের আতঙ্কের কথা প্রকাশ করেছেন নোরা। তিনি জানান, সেই মদ্যপ চালকের ধাক্কায় তার গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। নোরা বলেন, “আমি যে জীবিত আছি এবং সুস্থ আছি, তার জন্য আমি কৃতজ্ঞ। মাথায় চোট লেগেছিল এবং বেশ ফুলে গিয়েছিল, যা দেখে আমি খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে চিকিৎসার পর এখন আমি আগের চেয়ে ভালো আছি।”

এই দুর্ঘটনার পর মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে জানান, এই কারণেই তিনি জীবনে কোনোদিন মদ্যপান বা কোনো ধরনের মাদকদ্রব্য ছুঁয়েও দেখেননি। নোরার মতে, অন্যের দায়িত্বজ্ঞানহীনতার জন্য বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। এই ট্রমার কারণে আপাতত তিনি বিশ্রামে আছেন। উল্লেখ্য, সানবার্ন ফেস্টিভ্যালে বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সাথে মঞ্চ ভাগ করে নেওয়ার কথা ছিল তার, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সব ওলটপালট করে দিল