অস্কারজয়ী জাদুকর ক্রিস্টোফার নোলান মানেই পর্দায় নতুন কিছু। তবে এবার তিনি যা নিয়ে এলেন, তা শুধু সিনেমা নয়, বরং এক মহাকাব্যিক টর্নেডো! গতকাল রাতে মুক্তি পেয়েছে নোলানের বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’-র ১ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেলার। আর তাতেই গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা কুপোকাত।
হোমারের সেই কালজয়ী মহাকাব্য এবার নোলানের ক্যামেরায়। ট্রয় যুদ্ধের পর গ্রিক বীর ওডিসিউসের ঘরে ফেরার ভয়ংকর আর রোমাঞ্চকর লড়াই নিয়েই এই ছবি। কেন্দ্রীয় চরিত্রে ম্যাট ডেমনকে দেখা যাচ্ছে একদম বিধ্বংসী লুকে। ট্রেলারে দেখা মিলল উত্তাল সমুদ্রের জাহাজডুবি, বিশালকায় দানবের সঙ্গে লড়াই এবং ঐতিহাসিক ট্রোজান হর্সের ভেতরে সেনাদের রহস্যময় মুহূর্ত।
সিনেমার কাস্টিং লিস্ট দেখলে যে কারো চোখ কপালে উঠবে। ম্যাট ডেমনের পাশাপাশি আছেন অ্যান হ্যাথাওয়ে (ওডিসিউসের স্ত্রী পেনেলোপে), টম হল্যান্ড (পুত্র টেলেম্যাকাস), জেনডায়া, শার্লিজ থেরন এবং লুপিটা নিওঙ্গের মতো হেভিওয়েট তারকারা। নোলান এবার শুধু গল্পে নয়, কাস্টিংয়েও দিয়েছেন বড় চমক।
ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, ‘ওডিসি’র জন্য নোলান ব্যবহার করেছেন সম্পূর্ণ নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি। জন লেগুইজামো বলেছেন, "নোলান স্টুডিওর কথায় চলেন না, তিনি নিজের মনের মালিক। তিনি একজন স্বাধীন নির্মাতা, যার হাতে আছে অবিশ্বাস্য বাজেট!" ‘ওপেনহাইমার’ দিয়ে অস্কার জেতার পর নোলান এবার এমন কিছু নিয়ে আসছেন যা দেখে স্বয়ং হোমারও গর্বিত হতেন।
দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ সালের ১৭ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে এই মাস্টারপিস। ট্রেলার দেখে নেটিজেনদের দাবি,২০২৬ সালের অস্কার এখনই নোলানের জন্য তুলে রাখা যায়!