বলিউডের ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তরুণ অভিনেত্রী নিতাংশি গোয়েল। মাত্র ১৮ বছর বয়সে (শুটিংয়ের সময় বয়স ছিল ১৭) তিনি সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) বিভাগে আলিয়া ভাট, কারিনা কাপুরবিদ্যা বালান-এর মতো অভিজ্ঞ তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফিল্মফেয়ার মনোনয়ন ও প্রতিদ্বন্দ্বীতা

গত শনিবার প্রকাশিত ২০২৫ সালের ফিল্মফেয়ার মনোনয়ন তালিকা অনুযায়ী, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবিটি সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে। এই ছবিতে 'ফুল কুমারী' চরিত্রে অভিনয় করেই নিতাংশি সমালোচকদের নজর কেড়েছেন।

সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) বিভাগে তার প্রতিদ্বন্দ্বীরা হলেন ,আলিয়া ভাট (‘জিগরা’), কারিনা কাপুর (‘দ্য বাকিংহাম মার্ডার্স’), বিদ্যা বালান (‘দো অউর দো পেয়ার’), প্রতিভা রন্তা (‘লাপাতা লেডিজ’)

কারিনা ও বিদ্যা চল্লিশ পেরোনো এবং আলিয়াও প্রতিষ্ঠিত। তাদের মাঝে নিতাংশির মতো কম বয়সী এক অভিনেত্রীর এই মনোনয়ন পাওয়াকে বিশেষ ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে।

আইফা জয় ও আন্তর্জাতিক স্বীকৃতি

ফিল্মফেয়ারের আগে নিতাংশি আইফা অ্যাওয়ার্ডস ২০২৫-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফশ্রদ্ধা কাপুর-এর মতো জনপ্রিয় অভিনেত্রীদের পেছনে ফেলেছিলেন।

অভিনয়ে নিতাংশির যাত্রা শুরু হয় ‘লাপাতা লেডিজ’-এর মাধ্যমে, যা ভারতের সরকারি অস্কার মনোনীত চলচ্চিত্রও ছিল। এই হাস্যরসাত্মক ছবিতে ভুলবশত ট্রেনে দুজন নববিবাহিত কনে অন্যের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। পরবর্তীতে তিনি অজয় দেবগনের সঙ্গে ‘ময়দান’ (২০২৪)-এও অভিনয় করেন।

এছাড়াও, কয়েক মাস আগেই নিতাংশি কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হেঁটে আন্তর্জাতিক মনোযোগ কেড়েছিলেন। ঐতিহ্যবাহী সাজে তার উপস্থিতি বলিউডের প্রজন্মের প্রতি শ্রদ্ধার প্রতীক ছিল। এই তরুণীর পরপর দুটি বড় মঞ্চে স্বীকৃতি পাওয়ায় বলিউডে তার ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।