প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছেন। শো-এর একটি প্রমো ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিক জোনাসের সঙ্গে পরিচয়ের মজার গল্প শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে ওঠার পর প্রিয়াঙ্কা কপিলের ফিটনেস এবং পরিবর্তিত শারীরিক অবস্থায় বিস্মিত হন। হেসে তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি এতো ফিট হলে কী করে?’ কপিলও ছেড়ে কথা বলেননি। তিনি জানান, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণে তার এই গ্ল্যামার ও ফিটনেস।

আড্ডার এক পর্যায়ে কপিল জানতে চান, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার প্রথম যোগাযোগ কেমন হয়েছিল। মজা করে তিনি বলেন, ‘আপনি কি পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’

প্রিয়াঙ্কা হাসি দিয়ে জবাব দেন, ‘পায়রা নয়, তবে টুইটারের মাধ্যমে আমাদের আলাপ শুরু হয়েছিল।’ তার এই কথায় স্পষ্ট হয়ে যায় যে, সোশ্যাল মিডিয়াতেই তাদের সম্পর্কের সূত্রপাত। কপিল নিজের ভাগ্য নিয়ে মজা করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না, উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’