মেঘের ওপরে গিয়ে চাঁদ দেখা! নিকের রোমান্টিক কাণ্ড আর কপিলের রসিকতায় লাজে রাঙা প্রিয়াঙ্কা

The Kapil Sharma Show-এর চতুর্থ সিজনের প্রিমিয়ার এপিসোড মানেই টানটান উত্তেজনা, আর সেই উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। আড্ডা আর হাসাহাসির মাঝেই প্রিয়াঙ্কা তার জীবনের সবথেকে রোমান্টিক এবং অদ্ভুত এক ‘করবা চৌথ’-এর স্মৃতি শেয়ার করেন, যা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন। স্বামী Nick Jonas-এর সাথে সেই বিশেষ দিনের কথা মনে করে প্রিয়াঙ্কা জানান যে, তারা একবার কত বিচিত্র সব জায়গায় চাঁদ খোঁজার চেষ্টা করেছিলেন। সেবার একটি স্টেডিয়ামে নিকের কনসার্ট চলছিল, যেখানে প্রায় ৬০–৭০ হাজার মানুষের ভিড় ছিল। আকাশে তখন ঘন মেঘ আর বৃষ্টির পূর্বাভাস, রাত ১০টা কি ১১টা বেজে গেলেও চাঁদের কোনো দেখা নেই।

গল্পের সবথেকে রোমান্টিক অংশটি শুনিয়ে প্রিয়াঙ্কা বলেন যে, শেষ পর্যন্ত নিক তাকে নিজের ব্যক্তিগত বিমানে করে মেঘের অনেক উঁচুতে নিয়ে যান, যাতে প্রিয়াঙ্কা চাঁদ দেখতে পারেন। মেঘের ওপরে গিয়ে চাঁদ দেখার পরই তিনি তার ব্রত বা উপবাস ভেঙেছিলেন। প্রিয়াঙ্কার এই রোমান্টিক সমাপ্তির রেশ কাটতে না কাটতেই Kapil Sharma তার সিগনেচার স্টাইলে প্রশ্ন করে বসেন যে, মেঘের মধ্যে গিয়ে কি তারা শুধু ব্রত-ই ভেঙেছিলেন? কপিলের এমন রসিকতায় হাসিতে লুটিয়ে পড়েন প্রিয়াঙ্কা এবং মজার ছলে উত্তর দেন যে না, তিনি সেখানে মিষ্টিও খেয়েছিলেন।

ব্যক্তিগত জীবনের এই মজার গল্পের পাশাপাশি প্রিয়াঙ্কার ক্যারিয়ারও এখন তুঙ্গে। ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করার পর বর্তমানে তারা এক কন্যা সন্তান মালতীর বাবা-মা। কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কা এখন S. S. Rajamouli-র বহুল প্রতীক্ষিত সিনেমা ‘Baranasi’-তে অভিনয় করছেন। ১৩০০ কোটি টাকার বিশাল বাজেটের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার Mahesh Babu-কে। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল এই প্রজেক্টটি নিয়ে এখন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা কাজ করছে।