অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাওন সম্প্রতি দলীয় মনোনয়নও চেয়েছিলেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীর দেশত্যাগের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন।
সম্প্রতি ফেসবুকে এক পোস্টে শাওন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে সমালোচনা করেন। তিশা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব-এ শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন। শাওনের পোস্টে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ ও শেখ হাসিনাসহ মন্ত্রীদের সঙ্গে তার ছবি সংযুক্ত ছিল।
শাওন লিখেছেন, ছোটবেলা থেকেই তিনি তিশাকে চিনতেন। নতুন কুঁড়িতে তার ছোট বোনের সঙ্গে একই ব্যাচে গান শিখতেন তিশা। সংসদ সদস্য শাহিন মনোয়ারা হকের আত্মীয় হওয়ায় তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। শাওনের পরিচালিত একলা পাখী ধারাবাহিকে অভিনয়ের সময়ও তারা ঘনিষ্ঠ ছিলেন। এ সময় তিশাকে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা’ বলে সম্বোধন করতে এবং তার প্রতি আবদার করতে দেখেছেন শাওন।
‘মুজিব’ চলচ্চিত্রটি এখনও না দেখার কথা উল্লেখ করে শাওন লেখেন, বাস্তব জীবনে তিশার যে অভিনয় দেখেছেন, তাতে আর সিনেমা দেখার ইচ্ছে নেই। পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগ দেন নাটক কম করো পিও।
তিশাকে নিয়ে শাওনের এই পোস্ট দ্রুত ভাইরাল হলেও এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।