সাগর জাহানের পরিচালনায় ‘চোখটা আমাকে দাও’ নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই নাটকে পারফরম্যান্সের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে স্বীকৃতিও পেয়েছিলেন, যা তাঁর অভিনয়জীবনে নতুন উদ্দীপনা যোগায়।
দীর্ঘ এক যুগের অভিনয়জীবনে বহু চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম নারীকেন্দ্রিক গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। নাট্যকার আওরঙ্গজেবের রচনায় ও তুহিন হোসেনের পরিচালনায় নির্মিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তিনি ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করেছেন।
এই কাজ নিয়ে বৃষ্টি বলেন,
“এটাই আমার প্রথম নারীকেন্দ্রিক গল্পে কাজ। তুহিন ভাই সবসময় চেয়েছেন আমি যেন একটু ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করি। ‘জয়িতার দিনরাত্রি’ একদম সেই ধরনের কাজ, যেখানে আমি একাধিক রূপে নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছি। পুরো নাটকজুড়ে আমার ফোকাস ছিল একটাই—এই গল্প যেন দর্শকের মনে দাগ কাটে।”
তিনি আরও যোগ করেন,
“পুরো টিম খুব আন্তরিকভাবে কাজ করেছে। তুহিন ভাই অনেক পরিশ্রম করেছেন, আমি নিজেও চরিত্র ফুটিয়ে তুলতে কোনো ছাড় দিইনি। দর্শক যদি ভালোবাসেন, তাহলেই কষ্ট সার্থক হবে।”
নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন এস আর নিহাদ এবং সম্পাদনায় ছিলেন অমিতাভ মজুমদার। এছাড়াও তানিয়া বৃষ্টি সম্প্রতি নাজমুল রনির পরিচালনায় ‘পার্সেল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। পাশাপাশি অনন্য ইমন ও মহিন খানের নির্দেশনাতেও দুটি নতুন নাটকে কাজ করেছেন।