বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই বিগ বাজেটের ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েও বাদ পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেবল বাদই পড়েননি, বরং অপমানজনকভাবে তাকে বাতিল করা হয়েছিল।
সুযোগ না পাওয়ার কষ্ট এবং অপমান
বাঁধন জানান, তিনি দুইবার সিনেমাটির জন্য অডিশন দিয়েছিলেন। সুযোগ না পাওয়ার পর তিনি অনেক কেঁদেছিলেন। বিশেষ করে পরিচালক শ্যাম বেনেগালের মতো একজন গুণী পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হারাতে হওয়ায় তার কষ্ট হয়েছিল।
তবে বাঁধন বলেন, কেবল সুযোগ না পাওয়ার কষ্টই নয়, এর পুরো প্রক্রিয়াটিই তাকে অপমানিত করেছিল। তিনি বলেন, “কষ্টটা ছিল যে ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি, বাজেভাবে অপমানও করেছিল।”
অডিশন বাদ পড়েও খুশি বাঁধন
সিনেমাটি মুক্তি পাওয়ার পর বাঁধনের সেই কষ্ট অনেকটাই দূর হয়। তিনি বলেন, “পরে যখন ট্রেলার এবং সিনেমাটি এলো, সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালোই হয়েছে। খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।” এই মন্তব্যটি থেকে বোঝা যায়, সিনেমাটির মান বা নির্মাণের প্রক্রিয়া নিয়ে হয়তো বাঁধন সন্তুষ্ট ছিলেন না।
শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমাটি প্রায় ৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা) বাজেটে নির্মিত হয়েছিল, যা দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে পরিচিত। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, মিশা সওদাগর সহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী এতে কাজ করেছেন।