‘বিকেলের রোদ দেখে ঈর্ষা হয়!’ কেন দেশ ছাড়তে চান না মোশাররফ করিম? জানালেন মনের না বলা কথা

বক্স অফিস কাঁপানো অভিনেতা মোশাররফ করিম মানেই পর্দায় নতুন কিছু। কিন্তু এই তারকার পর্দার পেছনের জীবনটা ঠিক কেমন? সম্প্রতি এক আড্ডায় নিজের ক্লান্তি, ক্যারিয়ারের একঘেয়েমি আর ব্যক্তিগত জীবন নিয়ে মনের আগল খুললেন এই ভার্সেটাইল অভিনেতা।

একই চরিত্রে বারবার? মোশাররফের অকপট স্বীকারোক্তি
উপমহাদেশের একটা ট্রেন্ড হলো-কেউ কমেডি করে হিট হলে তাকে শুধু কমেডিই দেওয়া হয়। মোশাররফ করিম নিজেও এই ‘একঘেয়েমি’র শিকার। তিনি স্বীকার করলেন, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করাটা বেশ ক্লান্তিকর এবং বিরক্তিকর। তবুও কেন করেন? মোশাররফের সহজ উত্তর, “আমি খুব একটা ডিসিপ্লিনড মানুষ নই, অলসও বটে। অনেক সময় সম্পর্কের খাতিরে বা মানুষের জোরাজুরিতে ‘না’ বলতে পারি না, তাই ফেঁসে যাই।” তবে শিল্পী হিসেবে সাধারণ জিনিসকে অসাধারণ করার চেষ্টা তিনি সবসময় চালিয়ে যান।

সাধারণ মানুষের জীবন দেখে ঈর্ষা!
শুটিংয়ের চাপে সাধারণ মানুষের মতো বিকেল উপভোগ করার সময়টুকু পান না এই অভিনেতা। পুবাইলে শুটিংয়ের এক অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “শুটিং দেখতে আসা সাধারণ মানুষ যখন সেজেগুজে পারফিউম মেখে বিকেলবেলা ঘুরে বেড়ায়, তখন তাদের দেখে মাঝে মাঝে ঈর্ষা হয়। মনে হয়, সাধারণ মানুষের বিকেলগুলো কত সুন্দর! অথচ আমাদের গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়।” তবে ১০-১২ দিন ক্যামেরার সামনে না দাঁড়ালে আবার তার মন ভালো থাকে না।

বিদেশে পাড়ি দেওয়ার গুঞ্জন ও আসল সত্যি
অনেক সহশিল্পীই আজকাল বিদেশের মাটিতে থিতু হচ্ছেন। মোশাররফ করিমের পরিকল্পনা কী? অভিনেতা সাফ জানিয়ে দিলেন, বিদেশে সেটেল হওয়ার চিন্তা তার মাথায় সিরিয়াসলি কখনোই আসে না। তিনি যেমন এই ঢাকা শহরকে ভালোবাসেন, তেমনি ভালোবাসেন তার গ্রামের বাড়িকে। নিজের মাটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আপাতত তার নেই।

‘বনলতা এক্সপ্রেস’ ও অন্যান্য
বর্তমানে তিনি হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। মোশাররফের মতে, এ রকম অসাধারণ গল্পে কাজ করার আনন্দই আলাদা। এছাড়া অভিনয়ের পাশাপাশি নির্মাণে আসার কথা মাঝে মাঝে মাথায় এলেও এখনই খুব সিরিয়াস কিছু ভাবছেন না তিনি।