তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলার একমাত্র মেয়ে আইরা তেহরিম খান সম্প্রতি একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রেখেছেন। প্রথম কাজেই তার সঙ্গে আছেন মা মিথিলা। গত ৮ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞাপনটিতে মা-মেয়ের দারুণ রসায়ন দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।
প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েই আইরা তার সাবলীল অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই তালিকায় বাদ যাননি আইরার মা মিথিলার স্বামী, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি।
সৃজিতের চোখে আইরা 'রকস্টার'
সৃজিত মুখার্জি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৬ সেকেন্ডের বিজ্ঞাপনটি শেয়ার করে লিখেছেন, “আইরু, তুমি রকস্টার…।” এই সংক্ষিপ্ত কিন্তু আবেগপূর্ণ পোস্টটি আবারও প্রমাণ করে যে, তাদের পারিবারিক সমীকরণ যাই হোক না কেন, বাবা হিসেবে সৃজিতের কাছে আইরার প্রতি ভালোবাসা অটুট এবং সে তার 'রকস্টার'।
এদিকে, মিথিলাও তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "এই নাও, প্রথমবারের মতো মা-মেয়ের যুগল উপস্থিতি! আইরা আর মায়ের অভিযান চলছে তিনি সকলের কাছে তাদের জন্য ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন।
উল্লেখ্য, ২০০৬ সালে মিথিলা গায়ক ও অভিনেতা তাহসান খানকে বিয়ে করেন। তাদের সংসারে আইরার জন্ম হয়। ২০১৭ সালে তাহসান-মিথিলার বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ে হয়। সেই থেকেই আইরা এবং সৃজিতের মধ্যে দারুণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।