দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা 'সাবা'। ছবিটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন বড় উৎসবে প্রশংসিত হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে মেহজাবীন তার প্রথম সিনেমার ঘোষণা দেন। এরপর থেকেই 'সাবা' বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। তবে বাংলাদেশে মুক্তির আগেই তার দ্বিতীয় সিনেমা 'প্রিয় মালতী' মুক্তি পায়, যা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয় মেহজাবীনের। সম্প্রতি, ব্যক্তিগত জীবনে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করে মেহজাবীন তার নতুন অধ্যায় শুরু করেছেন।
মুক্তির তারিখ নিয়ে নির্মাতাদের দ্বিধা
'সাবা'-এর পরিচালক মাকসুদ হোসাইন জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, "আন্তর্জাতিকভাবে ছবিটি প্রশংসা পেয়েছে, এবার দেখব দেশের মানুষ কেমনভাবে গ্রহণ করেন।"
মেহজাবীন তার ফেসবুক পোস্টে দর্শকদের উদ্দেশে জানতে চেয়েছেন, তারা ছবিটি কোন তারিখে দেখতে চান ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর।
‘সাবা’ সিনেমার গল্প
'সাবা' সিনেমার গল্পটি সাবা ও তার মাকে ঘিরে আবর্তিত হয়েছে। বাবার নিখোঁজ হওয়ার পর হৃদরোগে আক্রান্ত মায়ের একমাত্র অবলম্বন হয়ে ওঠে সাবা। তাদের একাকী জীবনে অঙ্কুর নামের এক তরুণের আগমন ঘটে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
ছবিতে সাবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, তার মায়ের চরিত্রে আছেন রোকেয়া প্রাচী এবং অঙ্কুরের ভূমিকায় দেখা যাবে মোস্তফা মনোয়ারকে। আন্তর্জাতিক অঙ্গনে টরন্টো, বুসান, রেড সি, সিডনিসহ অনেক উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। এই বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি তৃতীয় পুরস্কারও জিতে নেয়।