সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রার্থিতার ঘোষণা দিয়েছেন মেঘনা আলম। সেখানে তিনি সংসদ সদস্য হিসেবে নিজের যোগ্যতা তুলে ধরার পাশাপাশি নির্বাচিত হলে কী ধরনের উন্নয়নমূলক কাজ করবেন, তার বিস্তারিত রূপরেখাও দেন।
ফেসবুক পোস্টে মেঘনা জানান, ঢাকা-৮ আসনকে তিনি দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে নারীদের নিরাপত্তা নিশ্চিতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এতে পথ চলাচলের সময় কোনো নারী যেন স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন, তা নিশ্চিত করা যাবে বলে উল্লেখ করেন।
এ ছাড়া ঢাকা-৮ এলাকায় আলাদা ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান মেঘনা, যাতে মানুষ নিরাপদে হাঁটাচলা ও সাইকেল ব্যবহার করতে পারেন। পাশাপাশি এলাকার মানুষের পুষ্টিচাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানালেও, কোন দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেননি মেঘনা আলম।