সম্প্রতি এনটিভিতে প্রচারিত মুরাদ পারভেজের রচনা ও পরিচালিত খণ্ডনাটক ‘শেষের গল্প’-এ অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। এবার একই পরিচালকের রচনায় এবং জিনাত তামান্নার পরিচালনায় নতুন নাটক ‘মধ্যবর্তিনী’-তে অভিনয় করলেন দীপা।
‘শেষের গল্প’-এ দীপার সহশিল্পী ছিলেন জাহিদ হোসেন শোভন। তবে নতুন নাটক ‘মধ্যবর্তিনী’-তে দীপার সহশিল্পী হিসেবে আছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা, মডেল ইমতু রাতিশ। এরই মধ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশন ও রশিদপুর চা-বাগানে নাটকটির দৃশ্য ধারণ শেষ করে শিল্পীরা ঢাকায় ফিরেছেন।
নাটকটিতে ইমতু রাতিশ অভিনয় করেছেন চা বাগানের ম্যানেজারের চরিত্রে, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপা খন্দকারকে।
অভিনয় প্রসঙ্গে দীপা ও ইমতুর উচ্ছ্বাস
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, “মুরাদ পারভেজের ‘শেষের গল্প’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। ‘মধ্যবর্তিনী’ও আমাদের জীবনেরই গল্প। স্বামী-স্ত্রীর মাঝখানে তৃতীয় কারও প্রবেশের সে আরেক জীবনের গল্প। যেহেতু ‘শেষের গল্প’টা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে, তাই ‘মধ্যবর্তিনী’ নির্মাণে জিনাত তামান্না সিরিয়াস এবং সচেতন ছিলেন। ইমতু আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছে। আমি ‘মধ্যবর্তিনী’ নিয়েও ভীষণ আশাবাদী।”
ইমতু রাতিশ তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, “স্বামীর জীবনে আসা তৃতীয় নারীর আগমন নিয়েই স্বামী-স্ত্রীর সম্পর্কের দ্বন্দ্ব। ভীষণ সুন্দর একটা গল্প। সহজ কথায় যদি বলি, এ নাটকে অভিনয় করে আমার মনটা ভরে গেছে। মুরাদ ভাই, দীপা আপু, জিনাত তামান্না সবাই ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিগত দিনে করা অনেক নাটকের মধ্যে এ নাটককে আমি সবসময়ই এগিয়ে রাখব।”
জানা যায়, নাটকটি শিগগিরই প্রচারে আসবে। এদিকে দীপা এরই মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর কাজ শুরু করেছেন এবং বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমাতেও অভিনয় করছেন।