ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তার দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সেরে ভক্তদের চমকে দিয়েছেন। গত রোববার এক ঘরোয়া আয়োজনে আংটি বদল এবং কেক কাটার মাধ্যমে তারা এই বিশেষ দিনটি উদযাপন করেন। সামাজিক মাধ্যমে আংটি পরিয়ে দেওয়ার ছবি শেয়ার করে মধুমিতা ক্যাপশনে লিখেছেন ‘শুধুই আমার’, যা তাদের মধ্যকার গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তিনিও অভিনেত্রীর মতো ভ্রমণ করতে খুব ভালোবাসেন। আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান আয়োজিত হবে এবং পরবর্তীতে ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিশেষ এই দিনগুলোতে তারা দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সেজে নতুন এক রাজকীয় আমেজ তৈরি করবেন বলে জানা গেছে।
এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে এবং অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য বিচ্ছেদের পর তিনি পুনরায় নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন। অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা এবং সেই সম্পর্কের সমাপ্তির পর দীর্ঘ বিরতি শেষে বন্ধু দেবমাল্যর হাত ধরে তিনি আবারও ঘর বাঁধছেন। এই নতুন যাত্রায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মধুমিতাকে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।