সুপারহিট থ্রিলার ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর থেকেই এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ ঘিরে চলছে নানা গুঞ্জন। অবশেষে সেই জল্পনায় কিছুটা আলোর ঝলক দিলেন ছবির অন্যতম মুখ্য অভিনেত্রী তমা মির্জা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা জানান, ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আলোচনা চলছে এবং এটি নির্মিত হবে বলেই তাঁর ধারণা। তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালকের সঙ্গে তাঁর আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি বলে স্পষ্ট করেন তিনি।
“আমরা একটা আভাস পেয়েছি যে ‘সুড়ঙ্গ ২’ আসবে। তবে কবে আসবে বা আমি থাকব কি না—তা এখনই বলতে পারছি না।” তিনি আরও বলেন, তার চরিত্র ময়না এবং আফরান নিশো অভিনীত মাসুদ বাস্তব সমাজের প্রতিচ্ছবি।
তমা বলেন, “আমি তো সব সময়ই বলি, মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। এই চরিত্রগুলো আমাদের সমাজেই আছে—যেমন ময়নার লোভ, তেমনি মাসুদের সরলতা আর ভালোবাসা থেকে প্রতারণার শিকার হওয়া।”
তিনি জানান, এই ধরণের চরিত্র বাস্তব জীবনে প্রায়ই দেখা যায়—যেখানে বিশ্বাস, প্রতারণা ও প্রতিশোধের জটিল মনস্তত্ত্ব উঠে আসে।
তমাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়, যা গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দেশ-বিদেশে ভালো ব্যবসা করেছে। তবে এখনো নতুন কোনো কাজের ঘোষণা দেননি তিনি।