বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’ শুধু তাদের গান দিয়েই নয়, এবার মানবিক উদ্যোগ দিয়েও সবার মন জয় করতে চলেছে। মানবতার ডাকে সাড়া দিয়ে তারা শুরু করেছে এক নতুন প্রকল্প—‘ব্লাড ব্যাংক’। ভালোবাসা ও মানবিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, জরুরি রক্তের প্রয়োজন মেটানো এবং সঠিক সময়ে রক্তদাতার সঙ্গে প্রয়োজনের ব্যক্তির সংযোগ ঘটিয়ে দেওয়া।
অ্যাশেজ ফ্যামিলি তাদের এই নতুন উদ্যোগের কথা জানিয়ে বলেছে, "মানবতার ডাকে অ্যাশেজ ফ্যামিলি 'ব্লাড ব্যাংক' কার্যক্রম শুরু করেছে। এটি একটি ভালোবাসানির্ভর উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো জরুরি রক্তের চাহিদা মেটানো এবং সময়মতো রক্তদাতার সংযোগ নিশ্চিত করা। আপনার বা আপনার পরিচিত কারও যদি রক্তের প্রয়োজন হয়, অথবা আপনি যদি রক্ত দিতে ইচ্ছুক হন, তাহলে সঠিক তথ্যসহ আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমরা পাশে আছি।"
এই প্রথম নয়, অ্যাশেজ ব্যান্ড বরাবরই মানবিকতার পক্ষে দাঁড়িয়েছে। ২০০৯ সাল থেকে কনসার্ট শুরু করার পর থেকে তারা নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন। আর সেই শো থেকে পাওয়া আয়ের একটি অংশ তারা ব্যয় করে থাকেন ক্যানসার বা কিডনি রোগীদের চিকিৎসায়। এবার আরও একটি দারুণ কাজের মাধ্যমে তারা নিজেদের মানবিকতার পরিচয় তুলে ধরলেন।
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন: জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।