মেসিকে ১০ কোটির ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি? ভান্তারায় এলএম১০-এর হাতে যা দেখা গেল!

লিওনেল মেসির ভারত সফরের শেষ ধাপটি ছিল গুজরাটের ভান্তারায়। কিন্তু সেখানে বন্যপ্রাণী প্রেমের চেয়েও যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে, তা হলো মেসির হাতের একটি ঘড়ি। দাবি করা হচ্ছে, অনন্ত আম্বানি ফুটবলের এই জাদুকরকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন।

আর্জেন্টাইন ফুটবল দল ও মেসিকে নিয়ে তথ্য সরবরাহকারী জনপ্রিয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট-এর একটি পোস্টের পর এই জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাদের দাবি অনুযায়ী, অনন্ত আম্বানি মেসিকে একটি অত্যন্ত বিরল Richard Mille RM 003 V2 “Asia Edition” মডেলের ঘড়ি উপহার দিয়েছেন। বর্তমানে বাজারমূল্যে এই ঘড়িটির দাম প্রায় ৯.৯৭ কোটি টাকা (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার)।

যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নেটিজেনদের কাছে এই দাবি অবিশ্বাস্য মনে হচ্ছে না। কারণ, অনন্ত আম্বানি দামী ঘড়ি সংগ্রহের শখের জন্য পরিচিত। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে নিজের বিয়েতে তিনি ঘনিষ্ঠ বন্ধুদের ২ কোটি টাকা মূল্যের ‘Audemars Piguet’ ঘড়ি উপহার দিয়েছিলেন। তাই মেসির মতো ‘গোট’ (GOAT)-কে ১০ কোটির ঘড়ি দেওয়া তার জন্য অস্বাভাবিক কিছু নয়।

ঘড়ি বিতর্ক ছাড়াও মেসির এই সফর ছিল আবেগপূর্ণ। ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে তিনি ভান্তারার বাঘ, সিংহ ও হাতিদের সান্নিধ্যে সময় কাটান। সনাতন ধর্মের রীতি মেনে আরতি ও প্রার্থনাতেও অংশ নেন তিনি। এমনকি একটি সিংহ শাবকের নাম তার সম্মানে ‘লিওনেল’ রাখা হয়।

সফর শেষে মেসি সোশ্যাল মিডিয়ায় ভারতের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি ভারতীয় ফুটবল ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি আশা করেন ভারতে ফুটবলের মান আরও উন্নত হবে এবং এই খেলাটি জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছাবে। কলকাতা থেকে শুরু করে হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি ঘুরে ভান্তারায় এসে শেষ হলো মেসির এই ঐতিহাসিক সফর।