লিন্ডসে লোহান: শিশুশিল্পী থেকে হলিউড তারকা, তারপর দেউলিয়া—এখন ফেরার লড়াইয়ে

বিনোদন ডেস্ক
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহান এখন আবার আলোচনায়। এক সময় যিনি ছিলেন সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন, তার সম্পদের পরিমাণ এখন মাত্র ২ মিলিয়ন ডলার। অথচ অভিনয়ের শুরুতে মাত্র ১০ বছর বয়সে ক্যারিয়ার শুরু করে পেয়েছেন অঢেল খ্যাতি ও অর্থ।

১৯৯৮ সালে ডিজনির ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান লিন্ডসে। এরপর ‘ফ্রিকি ফ্রাইডে’, ‘কনফেশনস অফ অ্যা টিনএজ ড্রামা কুইন’, ‘মিন গার্লস’, ‘হার্বি: ফুলি লোডেড’, ‘জাস্ট মাই লাক’সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করে হলিউডে নিজের অবস্থান পাকা করেন। অভিনয় থেকে আয় করেন প্রায় ২৮ মিলিয়ন ডলার।

শুধু সিনেমা নয়, গানের দুনিয়াতেও ছিল তার সরব উপস্থিতি। ২০০৪ ও ২০০৫ সালে দুটি অ্যালবাম ‘স্পিক’ ও ‘অ্যা লিটল মোর পার্সোনাল’ প্রকাশ করে গায়ক হিসেবেও প্রশংসা পান। পাশাপাশি মডেলিং ও বিভিন্ন সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়ে মোটা অঙ্কের অর্থ আয় করেন।

তবে খ্যাতির চূড়ায় থাকা লোহান ধীরে ধীরে জড়িয়ে পড়েন মাদকাসক্তি, আইনি ঝামেলা এবং অমিতব্যয়ী জীবনযাপনে। ২০১২ সালের মধ্যে ক্যারিয়ার প্রায় তলানিতে পৌঁছে যায়। একই বছর আয়কর না দেওয়ার কারণে মার্কিন রাজস্ব বিভাগ (IRS) তার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, সে সময় তার কর বাকি ছিল প্রায় ২ লাখ ৩৩ হাজার ডলার।

মাদক, পুনর্বাসন কেন্দ্র, এবং আইনি লড়াইয়ে একসময় যে অভিনেত্রী ছিলেন মিলিয়ন ডলারের মালিক, তিনি হয়ে পড়েন প্রায় দেউলিয়া। তার পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে কমে যায়। যেমন, Liz & Dick সিনেমার জন্য তিনি আয় করেন মাত্র ৩ লাখ ডলার।

তবে সব হারিয়েও থেমে থাকেননি লিন্ডসে লোহান। নিজেকে গুছিয়ে নিতে শুরু করেন। সম্প্রতি নেটফ্লিক্স প্রযোজিত ‘ফলিং ফর ক্রিসমাস’, ‘আইরিশ উইশ’ ও ‘আওয়ার লিটল সিক্রেট’ সিনেমায় অভিনয় করে আবারও দর্শকদের নজর কাড়েন।

সবশেষ খবর অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী জেমি লি কার্টিসের সঙ্গে ‘ফ্রিকি ফ্রাইডে’ সিনেমার সিক্যুয়েলে ফিরছেন বড় পর্দায়। এই ছবি হতে পারে তার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা।

বর্তমানে সেলেব্রিটি নেট ওয়ার্থের তথ্যমতে, লোহানের মোট সম্পদের পরিমাণ ২ মিলিয়ন মার্কিন ডলার। তবে বিশ্লেষকদের মতে, তার এই পুনরাগমন চেষ্টা ভবিষ্যতে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।