ডিজিটাল যুগে তারকাদের অনলাইন নিরাপত্তা দিন দিন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এবার হোয়াটসঅ্যাপে পরিচয় চুরির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দা। তার নাম ও পরিচয় ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, এমন তথ্য প্রকাশ্যে আসতেই ভক্তদের সতর্ক করেছেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রাম স্টোরিতে সন্দেহজনক একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে কৃতি স্পষ্ট করে জানান, ওই নম্বরটি তার নয়। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, এ ধরনের কাজ মোটেও গ্রহণযোগ্য নয় এবং নিজেকে অন্য কেউ সেজে উপস্থাপন করা সরাসরি পরিচয় চুরির শামিল। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে সেলিব্রিটি ও জনপরিচিত ব্যক্তিদের নাম ব্যবহার করে অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক ক্ষেত্রেই এসব ভুয়া পরিচয়ের মাধ্যমে ভক্তদের বিভ্রান্ত করা বা অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি দ্রুত প্রকাশ্যে এনে কৃতি খারবান্দা তার অনুসারীদের সম্ভাব্য প্রতারণা থেকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন।
তার সতর্কবার্তার পর ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সচেতন করার জন্য অভিনেত্রীকে ধন্যবাদ জানান। অনেকে অনলাইন পরিচয় চুরি রোধে কঠোর আইন প্রয়োগ ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আরও শক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন।
এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অচেনা নম্বর থেকে আসা বার্তা যাচাই না করে বিশ্বাস করা কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার করা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।
উল্লেখ্য, কৃতিকে সবশেষ দেখা গেছে চলতি বছরের জুনে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘রানা নাইড়ু সিজন ২’-এ। হিন্দি ও কন্নড় সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। সাম্প্রতিক এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, ঝলমলে তারকা জীবনের আড়ালেও ডিজিটাল নিরাপত্তা আজ এক বড় চ্যালেঞ্জ।