ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং—মুর্শিদাবাদের ছোট শহর জিয়াগঞ্জ থেকে যাত্রা শুরু করে আজ তিনি ছড়িয়ে পড়েছেন বিশ্বজুড়ে। মাত্র ৩৮ বছর বয়সেই হয়ে উঠেছেন দেশের শীর্ষস্থানীয় গায়কদের একজন। তবে কনসার্টে গাওয়ার জন্য তাঁর উচ্চ পারিশ্রমিক নিয়ে রয়েছে আলোচনাও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরকার মন্টি শর্মা অরিজিতের পারিশ্রমিক প্রসঙ্গে মন্তব্য করেছেন। পিংকভিলাকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি জানান, ‘একসময় একটা গান তৈরি করতে দুই লাখ রুপিই যথেষ্ট ছিল। তখন অর্কেস্ট্রায় থাকত ৪০ জন বেহালাবাদকসহ বিশাল দল। তখন আমি নিজেও গানপ্রতি ৩৫ হাজার রুপি পেতাম।’
সেই প্রসঙ্গে মন্টি শর্মা বলেন, ‘অরিজিৎ যখন আমার সঙ্গে কাজ করত, তখন একটা গান নিয়েই ছয় ঘণ্টা সময় দিত। এখন সে একটি কনসার্টে গান গাওয়ার জন্য নেয় প্রায় দুই কোটি রুপি। তাই অরিজিৎকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে চাইলে, আয়োজকদের এই বিপুল অঙ্কই গুনতে হয়।’
তিনি আরও বলেন, ‘আগে মানুষ গান শুনত বেতার বা টেলিভিশনে, এখন আছে ইউটিউবসহ অসংখ্য ডিজিটাল মাধ্যম। গান শোনার প্ল্যাটফর্ম বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পীদের উপার্জন ও গানের বাজারেও এসেছে বিশাল পরিবর্তন। এখন একটা গান করতে ১৫–২০ লাখ রুপি খরচ হলে, অডিও কোম্পানিগুলো তার ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় এবং এর মাধ্যমেই তারা বিপুল আয় করছে।’